১৫টি সুপারসনিক বিমান কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

|

বুম টেকনোলজির ১৫টি সুপারসনিক ‘ওভারচার’ বিমান কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর হয়তো কিছুদিনের অপেক্ষা। এরপরই শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতিতে পাড়ি দেওয়া যাবে আকাশপথ।

তবে ঠিক কতদিনের মধ্যে বিমানগুলো কেনা হচ্ছে তা স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। এর বাস্তবায়ন সম্ভব হলে অর্ধেকেরও কম সময়ে পাড়ি দেওয়া যাবে লন্ডন। সম্প্রতি আমেরিকার বিমান নির্মাতা প্রতিষ্ঠান ‘এইরন’ পর্যাপ্ত অর্থের অভাবে সুপারসনিক তৈরিতে ব্যর্থ হওয়ার ঘোষণা দেয়। এর দুই সপ্তাহের ভেতর নতুন সিদ্ধান্ত নিলো বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।

এর আগে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের হয়ে আকাশে উড়তো যাত্রীবাহী সুপারসনিক বিমান কনকর্ড। কিন্তু খরচ বেশি হওয়ায় ২০০৩ সালে বন্ধ হয়ে যায় বিমানটি। তাই, আধুনিক প্রযুক্তির বিমানগুলো নিয়ে একই সমস্যায় পড়তে যাচ্ছে কিনা যুক্তরাষ্ট্র সেটা সময়ই বলে দিবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply