বগুড়া ব্যুরো:
করোনাভাইরাস মোকাবিলায় নতুন ঘোষিত বিধি-নিষেধ কার্যকর করতে রোববার সন্ধ্যার পর থেকে মাঠে নেমেছে বগুড়া জেলা প্রশাসন। আশপাশের জেলায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার থেকে বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টার পর জরুরি প্রয়োজনে ঘরের বাইরে না থাকাসহ বেশ কিছু বিধি-নিষেধ আরোপ হয়েছে। শনিবার এই বিধিনিষেধ আরোপের ঘোষণা হলেও প্রথম দিন খুব একটা সচেতন দেখা যায়নি স্থানীয়দের।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসনের বেশ কয়েকজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নতুন ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযানে বের হয়। এ সময় শপিংমল-রেস্তোরাঁসহ বিভিন্ন জনবহুল স্থান থেকে স্থানীয়দের বাড়ি ফিরে যাবার অনুরোধ জানায় তারা।
অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, নতুন করে বিধি-নিষেধের প্রথম দিন তারা সবাইকে সতর্ক করেছেন, পরিস্থিতি বুঝিয়েছেন। সোমবার থেকে নতুন নিষেধাজ্ঞা প্রতিপালনে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply