নববধূকে হেলমেট উপহার পুলিশের

|

বিয়ে বাড়িতে উপহার হিসেবে কত কি দেয় কিন্তু হেলমেট উপহার, এমন কথা কেউ কল্পনাও করেনি। কিন্তু এরকম ঘটনা ঘটেছে ভারতের হুগলি জেলার চন্দননগরে।

সংবাদ মাধ্যেম সূত্রে জানা যায়, গত রবিবার রাখি ও স্বরূপের নতুন জীবনে শুরুর দিন ছিলো। আলো, ফুলে সাজানো মণ্ডপ, সানাই, আত্মীয় পরিজন-বন্ধুবান্ধবদের ভিড়, হাসি-মজা-হইচই। আর সেই আনন্দ অনুষ্ঠানেই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর প্রচারটাও সেরে ফেলল চন্দননগর পুলিশ কমিশনারেট।

এমনকি বিয়ে বাড়ির থিম ছিল সেফ ‘ড্রাইভ, সেভ লাইফ’। বিয়ে মণ্ডপ সাজানোসহ,  মেনু কার্ড, জলের বোতল-সবকিছুতেই ছিলো এই থিমের ছোঁয়া। সরকারি প্রচারাভিযানের থিমে বিয়ে বাড়িটি সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছিল চন্দননগর থানার পুলিশ। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন চন্দননগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইশরাত জাহান ও চন্দননগর থানার ওসি স্বপন সিংহ ঠাকুর।

সবচেয়ে বড় চমকটা ছিল উপহারে। বিয়েতে নববধূ যে একটি হেলমেট উপহার পাবেন, তা কল্পনাও করতে পারেননি কেউ। কিন্তু, বাস্তবে সেটাই ঘটল। কনেকে শাড়ি, ফুলের সঙ্গে একটি নতুন হেলমেট উপহার দেয় চন্দনগর কমিশনারেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply