কাদাপানিতে বেহাল দশা হাঁড়িভাঙা আমের সেই হাটের

|

আগামী ২০ জুন থেকে শুরু হবে রংপুরের হাঁড়িভাঙ্গা আম বেচাবিক্রি। তবে বর্ষা না আসতেই হাঁড়িভাঙ্গা আমের হাট মিঠাপুকুরের পদাগঞ্জের বেহাল অবস্থা। কেনাবেচা করতে নামতে হয় কাদাপানিতে।

উৎপাদনকারী ও ভোক্তাদের দাবি করছে সাময়িক সংস্কার যেন মৌসুমের হাঁড়িভাঙ্গা সবার হাতে পৌঁছে দেয়া যায়।

আম ব্যবসায়ীরা বলছে, বছরের এসময়টার জন্য অপেক্ষায় থাকেন তারা। কিন্তু, দীর্ঘদিনেও হাটটি সংস্কার হয়নি। ফলাফল, বৃষ্টি হলেই জমে যায় পানি; থাকে কাদায় ভরা। এতে কাদাতে নেমে আম বিক্রি করতে হয়। যা ক্রেতা-বিক্রেতা দুই পক্ষের জন্যই ভোগান্তির।

এছাড়াও হাঁড়িভাঙার চাহিদা থাকায় পাঠাতে হয় দেশজুড়ে। কিন্তু পরিবহন ব্যবস্থা জুতসই না হওয়ায় হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। দাবি করছে, ম্যাংগো ট্রেনের মতো ম্যাংগো বাস-ট্রাকের।

মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানায়, সম্প্রতি বাজার ব্যবস্থাপনা নিয়ে বাগান মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিমিয় করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। সেখানে আম বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘সদাই অ্যাপ’ চালুর আশ্বাস দেয় জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply