শুভ জন্মদিন অমৃতা রাও

|

শুভ জন্মদিন অমৃতা রাও

অমৃতা রাও একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। ১৯৮১ সালের আজকের এইদিনে (১৭ই জুন) জন্মগ্রহণ করেন তিনি।

অমৃতা রাও মনোবিজ্ঞানে স্নাতক করেন। মুম্বাইয়ে থাকেন তিনি। তার ইংরেজি, হিন্দি, মারাঠি এবং কোঙ্কানি ভাষার জ্ঞান রয়েছে। ২০১৬ সালে আরজে আনমলকে বিয়ে করেন আমৃতা।

মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন অমৃতা। তার মডেলিংয়ের অভিষেক এমন এক সময় হয়েছিল যখন ফেস ক্রিম প্রচারের জন্য ৬০ জন মডেল বেছে নেওয়া হয়েছিল। তিনি তখন ছাত্রী ছিলেন। এরপরে ১৪ মাসেরও কম সময়ে তিনি ৩৫টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন। এমনকি খুব ব্যস্ত জীবনের পরেও তিনি ছিলেন ক্লাসের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ক্যাডবেরি পার্ক এবং ব্রু কাফির অ্যাডে দুর্দান্ত অভিনয় করার পরে তিনি বলিউডের ছবিতে কাজ করার অফার পেতে শুরু করেন। তার প্রথম ছবিটি ছিল রা কে কানওয়ার পরিচালিত আব কে বারাস (২০০২)। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত কেএন ঘোষের চলচ্চিত্র ইশক ভিশক থেকে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

এরপরে ২০০৮ সালে, মে মজাক কররেহি ঠি ও ২০০৫ সালে বাহ! লাইফ হো আইসির মতো সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার কয়েকটি চলচ্চিত্র বক্স অফিসে ব্যর্থ হয়েছে, যেমন দিওয়ার, শিকার (২০০৫), পাইরে মোহন (২০০৮)। তার সর্বাধিক সফল চলচ্চিত্র বিবাহ (২০০৭)। ছবিটি একটি অত্যন্ত সফল চলচ্চিত্র এবং বিশ্বের অন্যান্য দেশের দর্শকদের পাশাপাশি এটি ভারতীয় দর্শকদের ও পছন্দ হয়েছিল।

অমৃতার উল্লেখযোগ্য সিনেমাগুলি- সাতসাং, সত্যাগ্রহ, দ্য লিজেন্ড অব কুনাল, জল্লি এলএলবি, মাস্তি, দিওয়ার, ম্যায় হুঁ না, দ্য লিজেন্ড অফ ভগত সিং, জানে কাহান সে আয়ি হ্যায় প্রভৃতি।

এছাড়া অমৃতার ঝুলিতে রয়েছে একাধিকপুরস্কার। ২০০৭ ইশক বিশক সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া আইফা পুরস্কার, স্টারডাস্ট অ্যাওয়ার্ড, সানসুই পুরস্কার, গ্রেট উইমেন অ্যাওয়ার্ড, আনন্দলোক পুরস্কার ইত্যাদি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply