চট্টগ্রামে পৌছেছে চীনের ৯১ হাজার ডোজ টিকা

|

চীনের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক সিনোফার্ম এর ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌছেছে। আজ শুক্রবার (১৮ জুন) সকাল ৭টায় জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এসব টিকা গ্রহণ করেন, পরবর্তীতে টিকাগুলো ইপিআই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়েছে।

আগামীকাল শনিবার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে চট্টগ্রামে আবারও টিকা কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া হবে। তবে কখন ও কাদের দেওয়া হবে তা পরে জানানো হবে।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি টিকা হস্তান্তরের সময় জানান, সিনোফার্মের এসব টিকা দেয়ার ক্ষেত্রে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারাই অগ্রধিকার পাবেন। এছাড়াও ফ্রন্টলাইনার, মেডিক্যাল শিক্ষার্থী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং চীনা নাগরিকদের অগ্রাধিকার দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply