বিচারের দাবিতে রাঙামাটিতে আজ (বৃহস্পতিবার) মানববন্ধন করেছে সম্মিলিত নারী সমাজ। স্মারকলিপি প্রদান করেছে প্রধানমন্ত্রী বরাবর। তাদের দাবি, বিলাইছড়িতে সহোদর মারমা কিশোরীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে সোচ্চার হওয়ায় চাকমা রানি য়েন য়েনসহ স্বেচ্ছাসেবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সকালে রাঙামাটি জেলা শিল্পকলা অফিসের সামনে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সন্মিলিত নারী সমাজ ছাড়াও বিভিন্ন স্তরের লোকজন নেন। এ সময় বক্তব্য দেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী টুকু তালুকদার ও ডনাই প্রু নেলী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
যমুনা অনলাইন: এটি
Leave a reply