কোপায় কাল মুখোমুখি আর্জেন্টিনাসহ আসরের সাবেক ৪ চ্যাম্পিয়ন

|

দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল গ্রুপ ‘এ’র দুই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আসরের সাবেক চার চ্যাম্পিয়ন। মঙ্গলবার (২২জুন) ভোর ৬টায় আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। অন্য ম্যাচে রাত ৩টায় উরুগুয়ের প্রতিপক্ষ চিলি। জিতলেই শেষ আট নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ের।

কোপা আমেরিকার শেষ আটের সমীকরণ আপাতত সরল! গ্রুপ পর্বের ২০ ম্যাচ শেষে বাদ পড়বে মাত্র ২টি দল; শেষ আটে উঠে যাবে বাকি ৮।

তবে এই গ্রুপপর্বকে হালকাভাবে নেয়ার উপায় নেই ব্রাজিল-আর্জেন্টিনার। কারণ ফাইনালের আগে মুখোমুখি লড়াই এড়াতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই দুই ফুটবল পরাশক্তির সামনে।

এমন সমীকরণে ব্রাসিলিয়ায় মঙ্গলবার দু’বারের চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে জয়, কিছুটা স্বস্তি দিচ্ছে মেসিদের। তবে কোচ স্কালোনির দুশ্চিন্তা আক্রমণভাগে লাওতারো মার্টিনেজের অফফর্ম! সার্জিও অ্যাগুয়েরোকে বসিয়ে রাখছেন ডাগআউটে। এমন অবস্থায় মেসিকেই পড়তে হচ্ছে কঠিন আরেকটি পরীক্ষায়।

প্যারাগুয়েও আছে দারুণ ফর্মে। বলিভিয়াকে হারানোর ম্যাচে দুই রোমেরো দেখিয়েছেন পথ। আলেজান্দ্রোর গোলে সমতায় ফেরার পর, স্ট্রাইকার অ্যাঞ্জেল রোমেরোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে দলটি। প্যারাগুয়ের রেকর্ডও দারুণ আর্জেন্টিনার বিপক্ষে। গত ৬ বছরে ৪ মোকাবেলায় ৩ ড্র’র পাশে ১ জয় প্যারাগুইয়ানদের!

‘এ’ গ্রুপের আরও এক আকর্ষণীয় লড়াই উরুগুয়ে ও চিলির মধ্যে। আর্জেন্টিনাকে রুখে ও বলিভিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে ভিদাল-ভারগাস-ব্রাভোদের দল। তবে দু’বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের বিকল্প নেই হেরে আসর শুরু করা রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। আক্রমণভাগে সুয়ারেজ-কাভানি জুটির সাফল্যই কেবল হাসাতে পারে বয়োবৃদ্ধ কোচ অস্কার তাবারেজকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply