বৃহস্পতিবার রাতে ‘উপবন এক্সপ্রেসের’ বগি লাইনচ্যুত হয়ে বন্ধ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটির ১১টি বগি উদ্ধারের কাজ শেষ হয়। এরপর পৌনে ৫টায় লাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচলের উপযোগী হয়।
বৃহস্পতিবার রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাঁতগাও স্টেশনের সামনে অর্থ প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’-এর ১১টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর মেলেনি।
দুর্ঘটনা কবলিত ট্রেনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেটকারে ঢাকায় পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a reply