জরুরি ফেরি ছাড়া ঘাটে বন্ধ সব ধরনের নৌ চলাচল

|

জরুরি ফেরি ছাড়া ঘাটে বন্ধ সব ধরণের নৌ চলাচল

করোনায় মৃত্যু ও আক্রান্তের হার বৃদ্ধিতে ঢাকা থেকে যাত্রীবাহী লঞ্চ ও নৌ চলাচল বন্ধ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার ও কাজীরহাট-আরিচা রুটে মঙ্গলবার থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেরিতে শুধু জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাক পারাপার হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

দৌলতদিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। ঢাকায় যেন করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে না পারে এজন্য এই সিদ্ধান্ত।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply