আমিরাতে সফরে যাচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লাপিদ

|

আমিরাতে সফরে যাচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লাপিদ

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো সফরে যাচ্ছেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ২৯ ও ৩০ জুন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তিনি। এই সফরে আবুধাবি ও দুবাইতে ইসরায়েলি কনস্যুলেট কার্যালয় উদ্বোধন করবেন।

গত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটাই এই ধরনের প্রথম সফর। সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

এদিকে এসব চুক্তিকে বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের পর বেশ কিছু বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply