চট্টগ্রামের লালখান বাজার এলাকার এ কে খান পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত প্রায় অর্ধশত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
সকালে পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মৃত্যুঝুঁকি নিয়ে অবৈধভাবে বসবাসরত ৪৭টি পরিবারকে সরিয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চট্টগ্রামে এ ধরনের বেশ কয়েকটি পাহাড় রয়েছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষায় ধস ও প্রাণহানির আশংকা থাকায় এমন অভিযান অব্যাহত থাকবে। তবে স্থানীয়দের অভিযোগ পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
Leave a reply