প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌ ও বিমান বাহিনীর মহড়া

|

প্রশান্ত মহাসাগরে শক্তিমত্তা প্রদর্শন করছে রাশিয়ার নৌ ও বিমান বাহিনী। মঙ্গলবার ছিলো এই মহড়া।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, নৌবাহিনীকে সহযোগিতার জন্যেই ছিলো সামরিক এ তৎপরতা। ৫টি রণতরী, একটি সাবমেরিন অংশ নিয়েছে মহড়ায়। এর অন্যতম- ভারইয়াগ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং রণতরী ‘মার্শাল শাপোনিকোভ’। যাদের সহায়তায় মহড়ায় অংশ নেয় ‘টুপোলভ- ওয়ান ফরটি টু’ অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply