এখন থেকে ইউরোতে আর মুসলিম খেলোয়াড়দের সামনে রাখা হবে না বিয়ারের বোতল, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ইউরোর আয়োজকরা।
গত বুধবার (২৩ জুন) পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ফ্রান্স। জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন কারিম বেনজেমা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেননি আয়োজকরা।
এর আগে কারিম বেনজেমার সতীর্থ পল পগবা একটি সংবাদ সম্মেলনে তার সামনে থেকে বিয়ারের বোতল সরিয়ে রেখেছিলেন। ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা। আর তাই ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না।
Leave a reply