বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু

|

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার।

কয়েকদিন বিরতির পর দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে আবারও ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে মঙ্গলবার করোনায় ১৯শ’র বেশি মানুষ মারা গেছেন। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৫ হাজারের মতো।

ব্রাজিলের পরের অবস্থানেই আছে ভারত, মারা গেছেন ৮১৬ জন। আরও সাড়ে ৪৫ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। অন্যদিকে, গত একদিনে ২৭৫ জনের মৃত্যু নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাশিয়াতেও দৈনিক মৃত্যু ছিল ৬শ’য়ের ওপর।

এছাড়া মঙ্গলবার করোনাভাইরাসে কলম্বিয়ায় ৬০৮ এবং আর্জেন্টিনায় মারা গেছে ৫২৬ জন। ল্যাটিন দেশগুলোয় দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ওপর। বিশ্বজুড়ে আরও ৩ লাখ ৬৭ হাজার মানুষের শরীরে মিললো ভাইরাসটির উপস্থিতি। মোট শনাক্ত সোয়া ১৮ কোটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply