বান্দরবানে ঝুঁকিপূর্ণ ৭২টি বেইলি সেতু

|

বান্দরবানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ৭২টি বেইলি সেতু। এর মধ্যে ৪২টির দশা রীতিমতো ভয়াবহ; ঠেকিয়ে রাখা হয়েছে কাঠ আর বালুর বস্তা দিয়ে। জরাজীর্ণ এসব সেতু ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা আর প্রাণহানির শঙ্কা স্থানীয়দের।

বান্দরবান-চন্দ্রঘোনা সড়ক এবং বিভিন্ন উপজেলার সংযোগ সড়কে অবস্থিত সব বেইলি সেতুর বেহাল দশা। কোথাও ধসে পড়ছে, কোথাও পাটাতন ভাঙা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জরাজীর্ণ এই সেতুটি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা।

সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, বান্দরবান জেলায় ৮টি সড়কে ১৯৮০ সালে অস্থায়ীভাবে নির্মিত বেইলি সেতুর সংখ্যা ১৫৯টি। এর মধ্যে ৮৭টি আরসিসি সেতু। বাকি ৭২টির মধ্যে ৪০টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। পারাপারের সময় চালক, যাত্রী, পথচারী সবাই থাকেন আতঙ্কে।

সড়ক ও জনপথ বিভাগ, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অতি ঝুঁকিপূর্ণ ৪০টি সেতু ভেঙে নতুন করে নির্মাণ এবং বাকিগুলো সংস্কারের প্রক্রিয়া চলছে বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের।

তবে সেতু ভেঙে দূর্ঘটনার আগেই দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ স্থানীয়দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply