বাড়ছে তিস্তার পানি; খুলে দেয়া হয়েছে ৪৪টি গেট

|

বাড়ছে তিস্তার পানি; খুলে দেয়া হয়েছে ৪৪টি গেট

ভারতে তিস্তা ও জলঢাকা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। এর মধ্যে পানির চাপ কমাতে তিস্তার ৪৪টি গেট খুলে দিয়েছে ভারত।

পশ্চিমবঙ্গের সেচ বিভাগ বলছে, সিকিম, পশ্চিমবঙ্গ ও ভুটানে ভারি বৃষ্টির কারণে গজলডোবা তিস্তা ব্যারেজে পানির পরিমাণ বেড়ে গেছে। এ কারণে সব গেটই খুলে দেয় হয়েছে।

এছাড়া যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে তিস্তার পানি আরো বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। শঙ্কায় পড়েছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। তলিয়ে যেতে পারে বাংলাদেশের সীমান্তবর্তী নিচু অঞ্চলগুলো। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply