বাংলাদেশ থেকে আবারও পোশাক কিনবে ওয়াল্ট ডিজনি

|

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড ওয়াল্ট ডিজনি আট বছর পর আবারও পোশাক কেনার উৎস তালিকায় বাংলাদেশকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করেছে। এ তথ্য জানিয়েছে পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের পর ২০১৩ সালে ওয়াল্ট ডিজনি, বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছিল। বিজিএমইএ বলছে, শ্রম মান বিবেচনায় নিয়ে ওয়াল্ট ডিজনি, সোর্সিং তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করেছে।

তবে ওয়াল্ট ডিজনির ঘোষণা এখনও আসেনি। বিশ্বে বাহারি পোশাকের অন্যতম বড় ক্রেতা মার্কিন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে মূলত শিশু কিশোরদের পোশাক কিনতো। নাম বাদ দেওয়ার আগে প্রতিষ্ঠানটি বছরে ৫০ কোটি ডলারের পোশাক নিতো বাংলাদেশ থেকে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানার অবস্থান বাংলাদেশেই। ১৪৪টি কারখানা লিড গ্রিন সনদ পেয়েছে, যার মধ্যে ৪১টি প্লাটিনাম স্তরের।

ইউএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply