৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। ওই দিন করোনা-মুক্তি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন সরকার।
অনুষ্ঠানে হোয়াইট হাউসে অতিথি হিসেবে থাকবে জরুরি সেবাদানকারী ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত কর্মী এবং তাদের পরিবার। হাজার খানেক অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
থাকবে, স্বাধীনতা দিবসের ‘পার্টি’ ও বাজির উৎসব। বাইডেনের বলেছেন, এটা করোনা ভাইরাসের শাসন থেকে স্বাধীনতা।
যদিও, বিশ্বে করোনা মোট সংক্রমণ ও মৃত্যুতে এখনও আমেরিকা শীর্ষে। মৃত্যু হয়েছে ৬ লক্ষেরও বেশি। সমালোচকরা এই অবস্থায় উৎসব করার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না।
এর পক্ষেও যুক্তি দিচ্ছেন কেউ কেউ,মহামারীর ধাক্কা সামলে আমেরিকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছ বাইডেনের হাত ধরেই। করোনা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে তার নেতৃত্বেই।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনার হাত থেকে জনগণকে বের করে এনে মাস্ক পরার প্রয়োজনীয়তা বুঝিয়েছেন বাইডেন। টিকা প্রদানের গতি বাড়িয়েছেন। বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে প্রাপ্তবয়স্কদের ৭০ শতাংশের টিকা প্রদান শেষ করা। যদিও সে লক্ষ পূরণ করতে পারেননি তিনি।
হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে ডেল্টা স্ট্রেইনের কথাও উল্লেখ করা হয়নি। জানা গেছে আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতে শক্তিশালী ডেল্টা স্ট্রেইন ধরা পড়েছে।
এ বিষয়ে প্রেস সেক্রেটারি জেন সাকি গণমাধ্যমকে বলেন, যার টিকাপ্রদান হয়ে গেছে সে নিরাপদ।
আমেরিকার শীর্ষস্থানীয় এপিডিমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি বলেন, ভ্যাকসিন নেওয়া থাকলে ভয় নেই। টিকা নেওয়া থাকলে আপনার কাছে যথেষ্ট নিরাপদ। কিন্তু টিকা না-নেওয়া থাকলে অবশ্যই মাস্ক পরুন। আর দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন।
যদিও সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)র ডিরেক্টর রোশেল ওয়ালেনস্কি জানিয়েছেন, সংক্রমণ নিয়মিতই বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৩ জুন থেকে ২৯ জুন আমেরিকায় দৈনিক সংক্রমণ ছিল গড়ে ১২,৬০৯। যা আগের সপ্তাহ থেকে ১০ শতাংশ বেশি। ১৬ থেকে ২২ জুন দৈনিক সংক্রমণ ছিল গড়ে ১১,৪২৮।
ওয়ালেনস্কি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকায়। একে আলফা। কিন্তু অনুমান যদি ঠিক হয়, খুব শিগগির আলফাকে ধুয়েমুছে সাফ করে দেবে শক্তিশালী ডেল্টা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a reply