ইংল্যান্ডের শুরুর একাদশে জেডন স্যাঞ্চো

|

স্টাডিও অলিম্পিকোতে আজ কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডের ম্যাচ মানেই গ্যারেথ সাউথগেটের একাদশ নির্বাচন নিয়ে নানা আলোচনা ও সমালোচনা। আজকের ম্যাচ নিয়েও শুরু হয়েছে সেরকমই, কারণ প্রথমবারের মতো ইংল্যান্ডের শুরুর একাদশে থাকছেন এখনো ইউরোতে কোনো মিনিটই না খেলা উইঙ্গার জেডন স্যাঞ্চো।

শুরুর একাদশে থাকবেন না কাইরন ট্রিপিয়ার ও বুকায়ো সাকা। আইসোলেশন শেষ করে স্কোয়াডে ফিরেছেন ম্যাসন মাউন্ট। এবং জেডন স্যাঞ্চো অবশেষে খেলার সুযোগ পাবেন; হ্যারি কেইন ও রাহিম স্টার্লিং এর সাথে থাকবেন আক্রমণভাগে।

আর রক্ষণভাগ থাকবে গত অপরিবর্তিত। বেঞ্চে অপেক্ষায় থাকবে গ্রিয়ালিশ, রাশফোর্ড, ফিল ফোডেনের মত খেলোয়াড়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply