ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। গরুগুলো তার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে চড়ে সোমবার (৫ জুলাই) দুপুরে ঢাকায় আসে।
কাস্টমস জানিয়েছে, আমদানির কাগজপত্র না থাকা এবং আমদানিকারক না আসায় গরুগুলো জব্দ করা হয়েছে। জব্দের পর রাতে গরুগুলোকে প্রাণিসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে গরুগুলোর আমদানিকার করেছে সাদেক এগ্রো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমদানি সংক্রান্ত কাগজপত্র প্রাণিসম্পদ অধিদফতরে জমা দেয়া হয়েছে। কিন্ত অনুমতি পাওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে গরুগুলো পাঠানোর কারণে তৈরি হয়েছে জটিলতা।
Leave a reply