কোপা আমেরিকার সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি।
ম্যাচের শুরুতেই ৭ মিনিটের মাথায় মেসির পাস থেকে করা মার্টিনেজের গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। এই পাসের মাধ্যমে নজির স্থাপন করলেন মেসি। মেসির আগে কোপায় কেউ ৪টির বেশি গোলের পাস বাড়াতে পারেননি।
৯ মিনিটের মাথায় কুয়াদ্রাদোর শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
জিওভানি লো সেলসো ২১ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন।
ম্যাচের ২২ মিনিটের মাথায় কুয়াদ্রাদো ফ্রি কিকে আর্জেন্টিনার বক্সে বল রাখার চেষ্টা করেন। তবে গঞ্জালেজ বল ক্লিয়ার করেন।
জিওভানি লো সেলসো হ্যান্ড বল করায় ২৬ মিনিটের মাথায় ফ্রি কিকের নির্দেশ দেন রেফারি। সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিকের সুযোগ কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। ৩৬ মিনিটের মাথায় পোস্টে প্রতিহত হয় বারিয়সের শট।
৩৮ মিনিটের মাথায় কুয়াদ্রাদোর কর্নার থেকে হেডে গোল করার চেষ্টা করেন ইয়েরি মিনা। কিন্তু, তার হেডার ক্রসবার ছুঁয়ে মাঠের বাইরে চলে যায়।
৪৪ মিনিটে মেসির কর্নার থেকে গঞ্জালেজ হেডে গোল করার চেষ্টা করেন। তবে গোলকিপার দুর্ভেদ্য হয়ে ওঠায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি আর্জেন্টিনা।
Leave a reply