রাজশাহীতে করোনা রিপোর্ট নিয়ে বিদেশগামীদের সাথে প্রতারণা, গ্রেফতার ৩

|

করোনা রিপোর্ট নিয়ে বিদেশগামীদের সাথে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার।

রাজশাহীতে করোনা রিপোর্ট নিয়ে বিদেশগামীদের সাথে প্রতারণার অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়কসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল সনদ। গ্রেফতারকৃতরা হলো সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক তারেক আহসান, বক্ষব্যাধি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম ও তার স্ত্রী সামসুন্নাহার শিখা।

পুলিশ জানায়, বিদেশগামীদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও তাদের মোবাইল ফোনে বলা হতো রিপোর্ট পজেটিভ এসেছে। রিপোর্টটি নেগেটিভ করে দেয়ার বিনিময়ে ৩ থেকে ১৫ হাজার টাকা নিতো চক্রটি। এভাবে শতাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া তারা। এছাড়া প্রবাসীদের করোনা পরীক্ষা সংক্রান্ত জাল সনদও দিতো তারা। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply