মালয়েশিয়া থেকে অবৈধদের পাঠাতে বিমানবন্দরে বিশেষ কাউন্টার

|

মালয়েশিয়ার বিমানবন্দরে অবৈধ অভিবাসীদের জন্য বিশেষ বুথ।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বিমানবন্দরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে তারা ইমিগ্রেশনের অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবে। নিতে হবে না ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অবৈধ অভিবাসীরা সরাসরি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ৫০০ রিঙ্গিত জরিমানা প্রদান করে নিজ দেশে চলে যেতে পারবে।

এ ক্ষেত্রে পাসপোর্ট বা ট্রাভেল পাস এবং বিমান টিকিট সাথে নিয়ে যেতে হবে। অবশ্যই করোনা টেস্টের নেগেটিভ সনদ যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে এবং ৬ থেকে ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে যেতে হবে।

৫ জুলাই থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) তিনটি স্টেশনে ২৪ ঘণ্টাই কাউন্টারগুলো পরিচালিত হচ্ছে। এর আগে অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচিটি পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ডা. ইসমাইল মোহাম্মদ।

বৃহস্পতিবার (৮ জুলাই) ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘকাল অপেক্ষা করার পর অনুমতি ছাড়াই অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে সুযোগ করে দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply