শাপোভালোভের চ্যালেঞ্জ পেরিয়ে উইম্বল্ডনের ফাইনাল নিশ্চিত জোকোভিচের

|

শাপোভালোভের চ্যালেঞ্জ পেরিয়ে উইম্বল্ডনের ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

পুরুষ এককে শাপোভালোভের চ্যালেঞ্জ পেরিয়ে উইম্বল্ডনের ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

শুক্রবার (৯ জুলাই) সেন্টার কোর্টে দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই কঠিন পরীক্ষায় পড়েন জোকোভিচ। পরের দুটি সেটেও জোকোভিচকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন দশম বাছাই শাপোভালোভ। প্রায় তিন ঘণ্টা স্থায়ী ম্যাচে পারফরম্যান্সে ৭-৬, ৭-৫, ও ৭-৫ গেইমে ম্যাচ জিতেন জোকোভিচ। মেজর টুর্নামেন্টে ৩১৬তম জয়ের দিন ৩০তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল নিশ্চিত হলো সার্বিয়ান এই তারকার।

এ বছরের তৃতীয় ও সব মিলিয়ে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ৩৪ বছর বয়সী জোকোভিচের সামনে। রোববার (১১ জুলাই) জোকোভিচের প্রতিপক্ষ বেররেত্তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply