ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে রাতের ৪ ঘণ্টা

|

ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে শনিবার রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত করোনা ইউনিটে মোট ছয় জন মারা গেছেন।

এক সপ্তাহ ধরে সর্দি-কাশি আর জ্বরে ভুগে বিউটি খাতুন (৫০) ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে। এতোদিন বাসায় চিকিৎসা নিলেও হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে আনা হয়েছিলো। এভাবেই একে একে করোনা পরীক্ষিত বা উপসর্গযুক্ত রোগীরা আসছেন ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে।

নারায়ণগঞ্জের মনোয়ারা বেগমও এসেছিলেন তীব্র শ্বাসকষ্ট নিয়ে। জমা দিয়েছিলেন করোনা পরীক্ষার নমুন। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতেও নেওয়া হয়েছিলে। করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি মারা গেলেন।

একই উপসর্গ নিয়ে শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকা মেডিকেলে এসেছেন কাজল শীল। তিনিও ভুগছেন তীব্র শ্বাস কষ্টে। এছাড়া এই ইউনিটে আসা বেশিরভাগ রোগীরই অক্সিজেন স্যাচুরেশন জনিত জটিলতা আছে। ফলে তাদের সাথে আসা স্বজনরাও থাকেন উদ্বিগ্ন। অন্যদিকে হাসপাতালে সিটসংকটের দুশ্চিন্তা তো আছেই।

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে রোগীরা অধিকাংশই বয়স্ক। ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতে এখন ক্রমাগত বেশি রোগী আসছেন ঢাকার বাইরে থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply