ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

|

ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, জলাবদ্ধ সিচুয়ান প্রদেশ এবং চংকিং পৌরসভার বেশিরভাগ এলাকা।

রোববার সিচুয়ান প্রদেশে জারি করা হয়েছে হলুদ সতর্ক সংকেত। একইসাথে দুর্ঘটনা এড়াতে ১৫টি কাউন্টি ও প্রশাসনিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিপজ্জনকহারে বেড়েছে স্থানীয় নদীগুলোর পানির উচ্চতা। যার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

জানা যায়, প্রদেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত তংচুয়ান জেলায় দুর্গত এলাকায় আটকা পড়েছেন ১১ হাজারের বেশি মানুষ। অবশ্য কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রায় সাড়ে ৬ হাজারের ওপর ভুক্তভোগীকে উদ্ধার করেছে দেশটির ফায়ার ব্রিগেড।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply