বৃহস্পতিবার থেকে চালু হবে ট্রেন

|

ফাইল ছবি

আগামি বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ৫০ ভাগ আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

টিকেট প্রাপ্তিসহ অন্যান্য সকল তথ্য পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে বলা হয়েছে।

এর আগে সোমবার চলমান লকডাউন আগামি বৃহস্পতিবার ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হবে বলে জানানো হয়।

ঈদুল আজহা উপলক্ষে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও, স্বাস্থ্যবিধি মেনে চালু হবে দোকানপাট-শপিং মল ও গণপরিবহন। এই সময় সরকারি অফিস সরাসরি বন্ধ থাকলেও চলবে ভার্চুয়ালি। তবে বন্ধ থাকবে বেসরকারি সব প্রতিষ্ঠান। ঈদের পর ফের কঠোর লকডাউনের আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply