শুনশান নীরব গোটা এলাকা, মনে হবে কারফিউ চলছে। কিন্তু না, অবাধে ছুটে চলা এই কাঁঠবিড়ালগুলোর প্রাণ রক্ষায় বন্ধ করে দেয়া হয়েছে সড়কটিতে যান চলাচল। দুর্ঘটনার হাত থেকে ছোট্ট এই প্রাণীটি রক্ষায় এমন উদ্যোগ নিয়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়।
গাড়ি চাপা পড়ে প্রায়ই মারা যাচ্ছিলো ছোট্ট এই প্রাণীগুলো। তাদের জীবন বাঁচাতেই দুটি সড়ক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ভারতের মধ্যপ্রদেশের শ্রী গোবিন্দরাম সেকারিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির বাগানের কর্মকর্তা অ্যালেক্স কুটি জানান, অনেক কাঁঠবিড়ালি প্রতিদিন গাড়ি চাপায় মারা যায়। লকডাউনে এই সংখ্যা বহু কমে গেছিলো। এখন আবার বেড়েছে। তাই এই সড়কে কোন গাড়ি চলবে না বলে আমাদের পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন। যেন কোন ভাবেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোন প্রাণী বিলুপ্ত না হয়ে যায়।
তবে কেউ চাইলেই পায়ে হেটে চলাচল করতে পারবেন এই সড়ক দিয়ে। এছাড়া জরুরি প্রয়োজনে বাইসাইকেল বা দুই চাকার যানও ব্যবহার করা যাবে।
Leave a reply