গোল্ডেন বুটের স্বীকৃতিও ইউরোর সেরা একাদশে জায়গা করে দিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন ইতালির পাঁচ ফুটবলার। আছেন তিন ইংলিশ ফুটবলারও। এদিকে কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টাইনদের জয়জয়কার। লিওনেল মেসিসহ আছেন চার ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ তিন ফুটবলার ডাক পেয়েছেন ব্রাজিল থেকে।
আসর সর্বোচ্চ পাঁচ গোল করেও দলকে নিতে পারেননি ইউরোর শেষ আটে। বেলজিয়ামের কাছে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। তাই গোল্ডেন বুটের স্বীকৃতিও ইউরোর সেরা একাদশে জায়গা করে দিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
বিপরীতে উয়েফা ঘোষিত সেরা একাদশে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন ইতালির ৫ ফুটবলার। আর রানার্স আপ দল ইংল্যান্ডের আছেন তিন ফুটবলার। একজন করে আছেন ডেনমার্ক, স্পেন ও বেলজিয়াম থেকে।
গোলবারের দায়িত্ব দেয়া হয়েছে ইতালির শিরোপা জয়ের নায়ক ও টুর্নামেন্ট সেরা গোলরক্ষক জিয়ানলুজি দোন্নারুম্মাকে। রক্ষণে লিওনার্দো বোনুচ্চি ও স্পিনাৎসোলার সঙ্গে আছেন ইংল্যান্ডের কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুয়ের।
মিডফিল্ডে ডেনমার্কের পিয়ের-এমিল হইবিয়ার সঙ্গে রাখা হয়েছে স্পেনের পেদ্রি ও ইতালির জর্জিনিওকে। আর আক্রমণভাগে কিয়েসা, লুকাকুর সঙ্গে আছেন রহিম স্টার্লিং।
সেরা একাদশ নির্বাচন করা হয়েছে কোপ আমেরিকা ২০২০ আসরের। যেখানে সর্বোচ্চ চার ফুটবলার আছেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে। দ্বিতীয় সর্বোচ্চ তিন ফুটবলার রাখা হয়েছে রানার্স আপ দল ব্রাজিল থেকে। এছাড়া কলম্বিয়া, পেরু, চিলি ও ইকুয়েডরের একজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন একাদশে।
টুর্নামেন্ট সেরা লিওনেল মেসির সঙ্গে একাদশের বাকি তিন আর্জেন্টাইন হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
আর সেরা একাদশের তিন ব্রাজিলিয়ান হলেন মার্কুইনিস, ক্যাসেমিরো ও নেইমার। আক্রমণভাগে মেসি ও নেইমারের সঙ্গে রাখা হয়েছে কলম্বিয়ান ফুটবলার দিয়াজকে।
Leave a reply