বিশ্বজুড়ে করোনা মহামারিতে মোট প্রাণহানি ৪০ লাখ ৭৪ হাজার ছাঁড়ালো। ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো ভাইরাসটির প্রকোপে।
কিছুদিন বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে হঠাৎই বাড়ছে করোনায় দৈনিক মৃত্যু-সংক্রমণ। বুধবার ৩৬১ জন মারা গেছেন ভাইরাসের প্রকোপে। এছাড়া শনাক্ত হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষের দেহে।
দৈনিক মৃত্যু ও সংক্রমণের হিসাবে এখনো শীর্ষে ব্রাজিল। ১৬শ’র কাছাকাছি মানুষ মারা গেছেন বুধবার। সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮ হাজারের মতো মানুষের শরীরে। তালিকায় পরের অবস্থানেই আছে ইন্দোনেশিয়া। ৯৯১ জনের মৃত্যু দেখলো দেশটি। আর নতুনভাবে ৫৪ হাজারের বেশি মানুষের দেহে মিললো ভাইরাসটি।
এদিন রাশিয়ায়- ৭৮৬, আর্জেন্টিনায়- ৬১০ ও ভারতে- ৫৮০ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।
Leave a reply