সীমান্ত বিরোধ নিরসনকে অগ্রাধিকার দেবে চীন ও ভারত। বুধবার (১৪ জুলাই) ৮ দেশের আঞ্চলিক জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের সাইডলাইনে বৈঠক এমন বিষয়ে আলোচনা করেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ওয়াং ই।
সীমান্তে অস্থিতিশীলতা কারো জন্যই সুখকর নয় বলে মনে করে ভারত সরকার। বর্তমান টানাপোড়েন দৃশ্যতই নেতিবাচক প্রভাব ফেলছে দিল্লি-বেইজিং সম্পর্কে।
তাজিকিস্তানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিবেশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) ইস্যুর ওপর গুরুত্বারোপ করেন। পরে টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, একতরফা সিদ্ধান্তে স্থিতাবস্থা বদল অগ্রহণযোগ্য। তিনি বলেন, ভারত-চীনের বন্ধন জোরালো করতে সীমান্ত এলাকায় শান্তি-স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে প্যাংগং হ্রদ থেকে সেনা সরাতে সম্মত হয় চীন ও ভারত।
Leave a reply