আর্জেন্টিনায় করোনাভাইরাসে মৃত্যু ছাড়ালো ১ লাখ

|

গত ২৪ ঘণ্টায় কোভিডে ৬ শতাধিক মৃত্যু হয়েছে আরজেন্টিনায়। আল জাজিরার ছবি।

লাতিন আমেরিকার ৫ম দেশ হিসেবে আর্জেন্টিনায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো। এখনও নিয়ন্ত্রণহীন দেশটির মহামারি পরিস্থিতি।

গত ২৪ ঘণ্টায় কোভিডে ৬ শতাধিক মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ২০ হাজার মানুষের দেহে। এই মুহূর্তে দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজারের বেশি। এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৭ লাখের ওপর।

লাতিন আমেরিকায় করোনার অন্যতম শিকার দেশটিতে গত মাসে সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় সংক্রমণ ও মৃত্যু। গত ২ সপ্তাহে সংক্রমিতের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও, শনাক্তের হার এখনও ৬০ শতাংশ।

চলতি বছর শুরুতে করোনার সেকেন্ড ওয়েভের বিস্তারে আবারও বিধিনিষেধ জারি হয় দেশটিতে। সীমান্তে বাড়ানো হয় কড়াকড়ি। আর্জেন্টিনায় করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছে ২ কোটি ৬০ লাখ মানুষ। ২ ডোজ ভ্যাকসিন পেয়েছে ৫১ লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply