মিশরে ঈদ উল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছেন রাজনৈতিক বন্দিরা

|

ঈদকে সামনে রেখে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে মিশর।

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষে কারাদণ্ড মওকুফ করা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্দিদের। গত রোববার (১৮ জুলাই) মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক কর্মীদের আইনজীবীদের বক্তব্যের সূত্রে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

২০১১ তে মোবারক বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ইসরা আবদেল ফাত্তাহ গতকাল রোববার ২১ মাস পর কারামুক্ত হন। তার আইনজীবী জানিয়েছেন, ইসরা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুবই আনন্দিত। যদিও তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলোর তদন্ত এখনও চলছে, তবে কারামুক্ত হতে পারা টা তার জন্য খুবই আনন্দের অনুভূতি।

ইসরা ছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছেন রাজনৈতিক কর্মী ও আইনজীবী মাহেনূর আল মাসরি, সাংবাদিক মোয়াতাজ ওয়াদেনান, বামপন্থী কলামিস্ট গামাল আল গামাল, বামপন্থী রাজনীতিবীদ আবদেল নাসের ইসমাইল, এবং বিখ্যাত সাংবাদিক মোস্তফা আল আসর প্রমুখ।

মিশর নির্বাহী কর্তৃপক্ষ এখনও সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও আইনজীবীদের মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply