ওষুধশিল্প ও অন্যান্য বাণিজ্যিক খাতে শুকনো গাঁজা রফতানি বৈধ ঘোষণা করলো কলম্বিয়া সরকার।
শুক্রবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি আজ্ঞাপত্রে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক।
এই আজ্ঞাপত্রে তুলে নেয়া হয় রফতানির ওপর আরোপিত সকল বিধিনিষেধ। পূরণ হলো দীর্ঘদিন ধরে দেশটির বিনিয়োগকারীদের করে আসা দাবি।
দেশটির প্রেসিডেন্ট ইভান দুক বলেন, গাঁজাশিল্পে আন্তর্জাতিক বাজারে বড় ভূমিকা রাখতে পারবে কলম্বিয়া। শুধু রফতানি নয়, সম্প্রসারিত হবে দেশের মারিজুয়ানাভিত্তিক কসমেটিকস, খাবার এবং পানীয় শিল্প।
ধারণা করা হচ্ছে, শুধুমাত্র লাতিন আমেরিকায় রফতানি করে ৬ বিলিয়ন ডলার বার্ষিক আয় আসবে দেশটিতে। কলম্বিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ইসরায়েলের মত দেশগুলোতেও রয়েছে বাণিজ্যিকভাবে গাঁজা আমদান-রফতানির বিশাল বাজার।
Leave a reply