ঈদুল আজহার আগে ও পরে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
জানানো হয়, এবারের ঈদে ২৪০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে ২৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৪৭ জন। এছাড়া নৌ ও রেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২২ জন। সব মিলিয়ে ২৯৫ জন নিহত হয়েছে এসব দুর্ঘটনায়।
গত পাঁচ বছরে এবার সর্বোচ্চ দুর্ঘটনা ও নিহতের ঘটনা বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এ বছর সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে ঘটেছে। সারা দেশে ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ৯৩ জন। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক দুই পাঁচ শতাংশ।
ইউএইচ/
Leave a reply