ভূমধ্যসাগর থেকে ৯৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয় নেয়ার চেষ্টা। ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগর থেকে ৯৯ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করেছে একটি জার্মান এনজিও। গত দু’দিনে মাল্টা ও লিবিয়া উপকূল থেকে গুরুতর আহত এবং দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উন্নত জীবনের আশায় অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোয় আশ্রয় নিতে চেষ্টা করছিল তারা।

জানা যায়, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাগুলো লিবিয়া ও তিউনিশিয়া উপকূল থেকে ছেড়ে এসেছে। উদ্ধারকৃতরা সবাই আফ্রিকা মহাদেশের নাগরিক। এদের মধ্যে শিশু ও গর্ভবতী নারী রয়েছে। উদ্ধারকৃতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সমুদ্রে ভাসমান অবস্থায় নৌকায় আগুন লেগে গুরুতর দগ্ধ হয় অনেকে। দগ্ধ অবস্থায় ভাসছিল গভীর সমুদ্রে। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এনজিও কর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply