পতাকা বৈঠকে রাজি হয়েছে মিয়ানমার। আজ শুক্রবার দুপুর ৩টায় ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের ওপারে এখনও মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েন রয়েছে। তবে কাটাতার লাগোয়া যে সেনা মোতায়েন ছিল তা আজ দেখা যাচ্ছে না।
নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্পের পাশে গতকাল অবস্থান নেয় দেশটির সেনারা। এসময় তারা হামলাও করে রোহিঙ্গাদের ওপর। এক পর্যায়ে সন্ধ্যার দিকে ফাঁকা গুলি বর্ষণও করে তারা। রোহিঙ্গাদের অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নানাভাবে তাদের চাপ দিচ্ছে মিয়ানমার সেনারা।
Leave a reply