করোনার টিকা যৌথ উৎপাদনে চীনের সিনোফার্মার সঙ্গে বাংলাদেশ সরকার ও ইনসেপটার চুক্তি শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, চীন যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক তারা দিয়েছে এবং আমরা পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা আছে। তাদের এটি সই করার কথা।
তিনি আরও বলেন, এ বিষয়ে দেরি করা ঠিক হবে না। কারণ, সই করার পরও মাস দুয়েক লাগবে। এই চুক্তিটি আহামরি কিছু না যে অনেক আইনজীবী লাগবে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটি শেষ করা উচিত।
মন্ত্রী বলেন, তিনটি প্রতিষ্ঠান সই করবে এবং তারা হচ্ছে বাংলাদেশ সরকার, ওষুধ কোম্পানি এবং সিনোফার্মা। ওষুধ কোম্পানিটি হচ্ছে ইনসেপটা। ওষুধ কোম্পানি বড় আকারে আমদানি করে এখানে বটলিংসহ অন্যান্য কাজ করবে। এতে অনেক কম দাম পড়বে। তিনি আশা করেন যেকোনো মুহূর্তে এটি হবে।
Leave a reply