ধানমন্ডিতে গাছ কাটার অভিযোগে মামলা

|

ধানমন্ডিতে গাছ কাটার অভিযােগে মামলা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এ আবেদন জানিয়েছেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB) এর প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মােরসেদ।

দুপুর দেড়টার দিকে সংগঠনটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মােরসেদ ধানমন্ডির ৩ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির সামনে একটি বিরাট আকারের গাছ কেটে ফেলতে দেখেন। তিনি লোক মারফত সরকারি গাছ কাটতে নিষেধ করলেও কয়েকজন ব্যক্তি গাছটি কাটা অব্যাহত রাখেন। এ অবস্থায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ ধানমন্ডি থানায় লিখিতভাবে বিষয়টি জানান। এতে জানানো হয়, ১৪ নম্বর বাড়ির সামনের নকশা অনুমোদনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছটি সংরক্ষণ করেই ভবন নির্মাণের অনুমতি দিয়েছিল। তাই অহেতুক গাছটি কেটে ফেলা হবে সম্পূর্ণ পরিবেশ বিরোধী।

এদিকে, গাছ কাটার সময়ই ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। রাতে এ ব্যাপারে মামলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply