আফগানিস্তানে আরও তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিলো তালেবান। রোববার একদিনেই উত্তরাঞ্চলীয় কুন্দুজ, সার-ই-পোল ও তালোকান দখল করে তারা।
কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুন্দুজে ১৪ জনের মৃত্যু ও ৩০ জন আহত বলে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা।
এক বিবৃতিতে তালেবান দাবি করে, শহরটির পুলিশ হেডকোয়ার্টার, গভর্নরের কার্যালয় ও কারাগার এখন তাদের দখলে। স্থানীয় প্রশাসনও স্বীকার করে এ তথ্য।
প্রাদেশিক অ্যাসেম্বলির এক সদস্য জানান, রোববার বিকেল থেকেই হামলা জোরদার করে তালেবান। নিয়ন্ত্রণ নেয় সব সরকারি কার্যালয়ের। শহরটিতে কেবল একটি সেনা ঘাঁটি ও বিমানবন্দরের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে। ওই ঘাঁটি থেকে প্রতিরোধের চেষ্টা করে সেনারা। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে বাকি দু’টি শহরও দখল করে তালেবান। শুক্রবার থেকে এই নিয়ে ৫টি প্রদেশের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।
এনএনআর/
Leave a reply