বঙ্গবন্ধুর চার খুনিকে দেশে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
আজ রোববার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ধোলাইপাড়ে জাতীয় পার্টি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর দুই খুনীর অবস্থান এখনও জানা যায়নি। তাদের খোঁজ বের করতে চেষ্টা চারিয়ে যাচ্ছে সরকার।
বাকি পলাতক আসামীদের দেশে ফিরিয়ে আনতে কুটনৈতিক চেষ্টা অব্যাহত আছে। এসময় ১৭ আগস্ট ও ২১ আগস্টের সিরিজ বোমা হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গিদের শাস্তির আওতায় আনা হয়েছে। এই হামলার নেপথ্যে যেসব কুশীলব আছে তারা সবাই চিহ্নিত। তাদেরও বিচারের আওতায় আনা হবে।
/এসএইচ
Leave a reply