আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেছে তালেবান। তালেবান অনুপ্রবেশের ফলে কাবুলে অবস্থানরত নিজ দেশের সকল নাগরিক ও কর্মকর্তাদের হেলিকপ্টার যোগে অন্যত্র সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে নিজ দেশের নাগরিক নিরাপদ স্থানান্তর নিশ্চিত করতে তিন হাজার সৈন্য পাঠিয়েছে তারা।
রোববার (১৫ আগস্ট) সকালে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শহরে ঢোকার প্রায় সবগুলো প্রবেশ পথেই তালেবানরা অবস্থান করছে। যদিও নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণেই আছে এখনও কাবুল।
আফগান প্রেসিডেন্টের প্রাসাদের তরফ থেকে টুইটারে জানানো হয়েছে, সকাল থেকে বেশ কয়েকবার গুলি বিনিময় ও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেলেও কাবুল এখনও আফগান নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণেই আছে। তারা বিদেশি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতাও করছেন।
Leave a reply