সার্কভুক্ত দেশ আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। আফগানিস্তানের ক্ষমতার পালাবদল নিয়ে বর্তমান থমথমে পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, কাবুলে ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। তবে কেউ কেউ এর মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করবে। আমরা এ বিষয়ে সতর্ক আছি।
দেশটিতে থাকা বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী বলেন, দেশটিতে কত সংখ্যক বাংলাদেশি আছেন, তা সরকার নিশ্চিত নয়। তবে সংখ্যাটি অনুমানিক ৩০০’র মতো হতে পারে। তিনি বলেন, বেশিরভাগ বাংলাদেশি নাগরিক সেখানে ব্র্যাকের হয়ে কাজ করেন। কিছুদিন আগে ব্র্যাককে অপ্রয়োজনীয় লোকবল ফিরিয়ে আনতে বলা হয়েছিল। তারা এ বিষয় কাজ করছে বলে জানিয়েছে।
এছাড়া, তালেবানের ক্ষমতায় থাকা আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে মন্ত্রী বলেন, তারা নিজেদের কোনদিকে নিয়ে যায় সেটা দেখতে হবে। ২০ বছর আগে তারা সর্বশেষ দেশটিকে শাসন করেছে। ২০ বছর একটা দীর্ঘ সময়।
Leave a reply