আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে: তালেবান মুখপাত্র

|

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

রোববার (১৫ আগস্ট) তালেবান যোদ্ধাদের আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নেন। সোমবার (১৬ আগস্ট) সশস্ত্র তালেবান যোদ্ধারা রাষ্ট্রপতি ভবনের নিয়ন্ত্রণ নেয় এবং পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নিতে জোর প্রচেষ্টা শুরু করে। দেশ ছাড়তে মরিয়া শত শত আফগানও কাবুল বিমানবন্দরে এসে ভিড় করে।

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মোহাম্মদ নায়েম আল জাজিরাকে বলেন, তালেবান আলাদা থাকতে চায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। আফগানিস্তানে নতুন সরকারের ধরন ও রূপরেখা শীঘ্রই স্পষ্ট করা হবে।

তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ। দেশে যুদ্ধ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের দেশের ও জনগণের স্বাধীনতা আমরা পেয়ে গেছি। অন্যকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমরা কাউকে আর আমাদের জমি ব্যবহার করতে দিব না। আমরাও অন্যের ক্ষতি করতে চাই না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply