পেদ্রি আর পাঁচটি ম্যাচ খেললেই তার সাবেক ক্লাব লা পালমাসকে ৫ মিলিয়ন ইউরো দিতে হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম আস্পেন।
বার্সেলোনার মিডফিল্ডে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার পেদ্রি। বার্সার হয়ে গেল মৌসুমের অধিকাংশ ম্যাচেই সেরা একাদশে থাকার পর পেদ্রি আবার খেলেছেন ইউরো এবং অলিম্পিক ফুটবলে স্পেনের হয়ে প্রায় পুরো সময়ই। পেদ্রির এই কার্যকারিতায় তার সাবেক ক্লাব লা পালমাসও মনোযোগী হয়েছে। কারণ, পেদ্রি সাইনিং থেকে এখনও লাভ করার সুযোগ রয়েছে ক্লাবটির।
২০১৯ সালে পেদ্রিকে ৫ মিলিয়ন ইউরোতে বার্সায় বিক্রি করার সময় চুক্তিতে বেশ কিছু বোনাস ক্লসের উল্লেখ ছিল। সেই অনুসারে বার্সার কাছ থেকে ৭ মিলিয়ন ইউরো বোনাসও পেয়েছে তারা।
লা পালমাসের চেয়ারম্যান মিগুয়েল ইঙ্গরেজ রামিরেস বলেছেন, পেদ্রির পরবর্তী ক্লস ছিল ১২ মিলিয়ন ইউরো। ইতোমধ্যে আমরা ৭ মিলিয়ন ইউরো পেয়েছি। পরবর্তী ক্লসের শর্তগুলো পূরণ হলে বার্সেলোনাকে আরও ৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, বার্সার সাথে লা পালমাসের চুক্তিতে ছিল, পেদ্রি যদি ৫০ ম্যাচ খেলেন এবং প্রতি ম্যাচে কমপক্ষে ৪৫ মিনিট মাঠে থাকেন তবে কার্যকর হবে ক্লসটি। আর বার্সার হয়ে এরই মধ্যে ৪৫টি ম্যাচ খেলে ফেলেছেন পেদ্রি। এখন ইনজুরিতে না পড়লে ঋণে নিমজ্জিত বার্সাকে দ্রুতই ৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে।
Leave a reply