শোক দিবস উপলক্ষ্যে ঢাকার কর অঞ্চল-১৫’র আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

|

শোক দিবস উপলক্ষ্যে ঢাকার কর অঞ্চল ১৫'র আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনায় কর কমিশনার মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে ঢাকার কর অঞ্চল ১৫’র বঙ্গবন্ধু কর্নারে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। করোনার স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মকর্তা কর্মচারী আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে কর কমিশনার মো. মাহমুদুর রহমান বলেন, ৭৫ এর ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের অধিকাংশ সদস্যের শহিদ হওয়ার নির্মম ঘটনাকে জাতির কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে আয়কর যোগানে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপ কর কমিশনার মীর রেজওয়ানুল আবেদের পরিচালনায় অনুষ্ঠানে জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন-অতিরিক্ত কর কমিশনার মো. সিরাজুল করিম, অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান, মো. ছায়িদুজ্জামান ভূঞা, উপ কর কমিশনার সরদার মো. আবু হেলাল, সহকারী কর কমিশনার মো. জাকির হোসেন, কর পরিদর্শক মিজ শিরিন সুলতানা ও প্রধান সহকারী সৈয়দ বেলাল হোসেন। বক্তারা জাতিরপিতা বঙ্গবন্ধুর বর্ণিল কর্মময় জীবন, আদর্শ ও তার বহুমাত্রিক স্বপ্নের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

সভাশেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অতিরিক্ত কর কমিশনার মো.সিরাজুল করিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply