এবার নির্বিঘ্নে সুয়েজ খাল পাড়ি দিলো আলোচিত জাহাজ ‘এভার গিভেন’

|

সুয়েজ খাল পাড়ি দিলো আলোচিত জাহাজ 'এভার গিভেন'।

এবার নির্বিঘ্নে সুয়েজ খাল পাড়ি দিলো আলোচিত জাহাজ ‘এভার গিভেন’। খালের সরু পথে আটকে যাওয়ার ঘটনার পর শুক্রবার প্রথমবারের মতো সুয়েজ পেরোলো যানটি।

দীর্ঘ পাঁচ মাস পর যাত্রায় দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল কর্তৃপক্ষ। জাহাজ পরিচালনার দায়িত্বে ছিলেন দক্ষ নাবিকেরা।

গত ২৩ মার্চ সুয়েজ খালে আটকা পড়ে পণ্যবাহী জাহাজ এভার গিভেন। লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার সময় ২ লাখ টনের এই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। ফলে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বাণিজ্যিক রুট। নিয়ন্ত্রণ হারানোর আগে প্রবল বাতাস ও ধূলিঝড়ের কবলে পড়েছিল এভার গিভেন। এতে সুয়েজ খালের দুই প্রবেশমুখে জাহাজের জট লেগে যায়। এ অবস্থায় গত ২৪ জুলাই থেকে শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে ছয় দিন আটকে থাকার পর মুক্ত করা হয় এভার গিভেনকে। এ সময ক্ষতিপূরণ দাবি করে সুয়েজ খাল কর্তৃপক্ষ। দীর্ঘ দরকষাকষির পর মোটা অংকের ক্ষতিপূরণ আদায় করে মিসর। গত জুলাইয়ে মুক্তি দেয়া হয় এভার গিভেনকে।

উল্লেখ্য, ২০১৮ সালে চালু হওয়া জাহাজটির দৈর্ঘ্য ৪০০ মিটার। ওজন প্রায় ২ লাখ ২০ হাজার টন। জাহাজটি ২০ হাজার কনটেইনার ধারণ করতে সক্ষম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply