আইজিপি’র নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, যুবক গ্রেফতার

|

ছবি: প্রতীকী

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে নওগাঁয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই যুবকের নাম আমিরুল ওরফে আমিনুল।

রোববার (২২ আগস্ট) বিকেলে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, গ্রেফতার আমিনুল নওগাঁ সদর উপজেলার খাগড়া গ্রামের বাসিন্দা আফছার আলীর ছেলে। সম্প্রতি সে আইজিপি ড. বেনজীর আহমেদের নাম ও ইউনিফর্ম পরিহিত ছবি দিয়ে হোয়াটসআ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছিল।

তিনি আরও বলেন, বিষয়টি নজরে আসলে নওগাঁ জেলা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রতারণার তথ্য উদ্ধার করতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply