একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মমতার সাক্ষী বাংলাদেশের বন্ধু, সাংবাদিক, লেখক জোসেফ গ্যালোওয়ে মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম এপি তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।
বুধবার (১৮ আগস্ট) সকালে নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন গ্যালোওয়ে।
গ্যালোওয়ের মৃত্যুতে বাংলাদেশ তার এক বিশ্বস্ত বন্ধুকে হারাল। একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেছেন তিনি।
একাত্তরে দুবার তাকে ঢাকায় এসেছিলেন গ্যালোওয়ে। প্রথমবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং পরে ডিসেম্বরে বিজয় অর্জন পর্যন্ত ঢাকায় অবস্থান করেছিলেন তিনি।
১৯৭১ সালে ডিসেম্বরে মুক্তিযুদ্ধ যখন চূড়ান্ত পর্বে তখন তিনি দ্বিতীয় দফায় ঢাকায় আসেন। পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের বিভিন্ন পর্যায়ের সাক্ষী মার্কিন এই সাংবাদিক।
ভিয়েতনাম যুদ্ধের ওপর তার লেখা একটি বইয়ের গল্প অবলম্বনে হলিউডে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। দীর্ঘ সময় তিনি ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের ব্যুরো চিফ হিসেবেও কাজ করেন। ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময়েও সংবাদ সংগ্রহ করেছিলেন গ্যালোওয়ে।
Leave a reply